সাতক্ষীরায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৩

সাতক্ষীরা কলারোয়া উপজেলা পল্লীতে রানু বেগম হত্যা মামলার আসামি মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ভোর রাতে তাকে  শ্যামনগর উপজেলা সুন্দরবন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মুজিবুর কলারোয়া উপজেলার গদখালী গ্রামের মো. ইমান আলী গাজীর ছেলে ও হত্যাকান্ডের শিকার রানু বেগমের স্বামী।

সাতক্ষীরা র‌্যাব- কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার (এএসপি) নাজমুল হক  জানান, পারিবারিক কলহের জেরে ধরে গত ১৮ অক্টোবর সকালে রানু বেগমের সাথে মুজিবুরের কথা কাটাকাটি হয়।  এক পর্যায়ে মুজিবুর লোহার শাবল দিয়ে তার স্ত্রীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। ঘটনার দিন বিকালে রানু বেগমের  মা বেলফুল বেগম বাদী হয়ে মুজিবুর রহমানের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তাকে কলারোয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর