ডোমারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৩

নীলফামারী জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সদস্য রায়হানুল হক প্রধান ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পথসভা করেছে ডোমার উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে ডোমার বনোয়ারী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় বাটার মোড়ে পথসভা হয়।

ডোমার পৌর ছাত্রদলের আহ্বায়ক রাহিমুজ্জামান রুপকের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন- ডোমার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সজিব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুল আলম রিমুন, ডোমার উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মজিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মতিনুর রহমান মতিন, সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, ডোমার সরকারী কলেজের আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয় প্রমুখ। বক্তারা বিএনপি নেতা রায়হানুল হক প্রধান ইউসুফের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর