একদিনে একসঙ্গে দেশের ৩৯ জেলায় দেড়শ সেতু উদ্বোধন করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদফতরের (আরএইচডি) নির্মাণ করা এ সব সেতু বৃহস্পতিবার (১৯ অক্টোবর) উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানী ঢাকার তেজগাঁওয়ের সড়ক ভবনে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে সেতুগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিভাগভিত্তিক সেতুগুলোর মধ্যে ময়মনসিংহে ৪০টি, ঢাকায় ৩২টি, চট্টগ্রামে ২৭টি, রাজশাহীতে ২২টি, খুলনায় ১২টি, বরিশাল ও রংপুরে আটটি করে এবং সিলেটে একটি সেতু রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও বক্তব্য দেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান রওশন আরা মান্নান প্রমুখ।
এদিকে একই অনুষ্ঠান থেকে বিভিন্ন মহাসড়কে ১৪টি ওভারপাস একযোগে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
বিডি/এন/এমকে