চলে যান পদত্যাগ করে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৩

এখনও সময় আছে- নিরাপদে প্রস্থান করতে পারেন, চলে যান পদত্যাগ করে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবেএটা জনগণের দাবি।

সরকারের উদ্দেশে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন। জাতীয়তাবাদী সমমনা জোট এ আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন জোটের সমন্বয়কারী ন্যাশনাল পিপলস পার্টির (এপিপি) চেয়ারম্যান . ফরিদুজ্জামান ফরহাদ।

মির্জা ফখরুল বলেন, আশা করবো সরকারের শুভবুদ্ধির উদয় হবে। এর মধ্যেই তারা পদত্যাগ করবেন। নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন। একটা সংকটের হাত থেকে দেশকে রক্ষা করবেন। এটা শুধু বিএনপি নয়, আন্তর্জাতিক বিশ্বও চায়। গণতন্ত্রে বিশ্বাসী সবাই চায়।

আওয়ামী লীগ কোনদিন জনগণের ভাষা বুঝতে চায়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, যে নির্বাচনের কথা বলছেন- এটা কি জনগণের কথা? এটা জনগণের কথা নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া দেশের চারটা নির্বাচনে ভোট সুষ্ঠু হয়েছে বলে দেশের মানুষ মনে করে, জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশ সুষ্ঠু নির্বাচন করতে পারলে শুধু আওয়ামী লীগের কারণে আমরা সুষ্ঠু  নির্বাচন করতে পারছি না। প্রতিটা রাজনৈতিক দলই বলছে, সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। এরপরও তারা জোর করে বসে আছেন। কারণ, নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হলে তারা ক্ষমতায় আসতে পারবেন না- এটা তারা জানেন।

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর