চট্টগ্রাম সংবাদদাতাঃ
দুর্ঘটনার সময় কন্টেইনারবাহী লরিটির চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই উল্টোপথে গিয়ে মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি উল্টে দুর্ঘটনাটি ঘটে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে লরির চালক আলী আক্কাস দিয়েছেন এই তথ্য। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে সংঘটিত এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এমনটাই জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন। শনিবার (১৩ মার্চ ) ভোরের এই দুর্ঘটনায় প্রাণ হারায় যন্ত্রসঙ্গীতের উদীয়মান দুই শিল্পী। দুর্ঘটনার পরপরই গা ঢাকা দেয় আলী আক্কাস।
দুর্ঘটনার একদিন পর সোমবার (১৫ মার্চ) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে আলী আক্কাসকে গ্রেফতার করে পুলিশ। একই দিনে তাকে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, এই দুর্ঘটনায় ব্যান্ড দলের দুই সদস্য প্যাড বাদক পার্থ প্রতিম গুহ (৫০) ও পার্কাসন বাদক হানিফ আহমেদ (৪১) নিহত হন। গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হন। এদের মধ্যে বিউটি খানের অবস্থা এখনও সঙ্কটাপন্ন। তারা ঢাকা থেকে কক্সবাজারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
ডিকেটি/এমকে