তালায় ১৯৬ পূজামন্ডবে সরকারি অনুদান প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৩

সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাৎসব উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় ১৯৬টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। প্রত্যেক মন্ডপ ৫০০ কেজি চালের সমপরিমাণ টাকা পেয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলার শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ অনুদান বিতরণ করেন সাতক্ষীরা- আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা প্রশাসন পূজা উদযাপন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম, পাটকেলঘাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক,  জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, খলিলনগর ইউপি চেয়ারম্যান ও তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমুখ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর