পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার হেলিপোর্ট বাজার সংলগ্ন এলাকায় একটি জামে মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) জোহর নামাজ আদায়কালে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলটি একই উপজেলার শিতাগ্রাম এলাকার মৃত জরিপ উদ্দিনের ছেলে আবুল হাশেমের। মোটরসাইকেলটি হিরো ডিলাক্স (কিক) ব্রাণ্ডের, ১০০ সিসি লাল রংঙের।
আবুল হাশেম জানান, প্রতিদিনের ন্যায় আজও মসজিদটির সামনে মোটরসাইকেলটি লক করে নামাজ পড়তে মসজিদের ভেতরে প্রবেশ করি। নামাজ শেষে বাইরে বের হয়ে দেখি- আমার মোটরসাইকেলটি নেই। খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির কোনও হদিস পাওয়া যায়নি। মৌখিকভাবে থানায় অবগত করেছি।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, চোরকে ধরতে ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ কাজ করছে।
মো.সম্রাট হোসাইন/এমকে