মন্তব্য
মডেল ও টেলিভিশনে ক্রীড়া উপস্থাপিকা সঞ্জনা গণেশনের সাথে ভারতীয় ক্রিকেটের পেস বোলিং সুপারস্টার জসপ্রীত বুমরাহকে নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলে আসছে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। সঞ্জনার সাথেই সাত পাঁকে বাধা পড়লেন তিনি।
সোমবার গোয়ার একটি বিলাসবহুল রিসোর্টে তাদের বিয়ে হয়। বিয়েতে মাত্র ২০ জন উপস্থিত ছিলেন। তবে কাউকে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। দুজন ভিন্ন ভিন্ন টুইট বার্তায় তাদের বিয়ের খবর জানিয়েছেন।
ওই টুইটার পোস্টে বুমরাহ লিখেছেন, ‘ভালোবাসা যদি আপনাকে যোগ্য মনে করে, তাহলে তা জীবনে চলার পথ বাতলে দেয়। ভালোবাসার এ অগ্রযাত্রায় আজ নতুন দিগন্তের সূচনা হলো। আমাদের জীবনের অন্যতম সুখের দিন আজ। বিযের খবর ও আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া