ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনিদের উপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে শুক্রবার  (২০ অক্টোবর) ফরিদপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুরের উদ্যোগে এ মিছিল ও সমাবেশ হয়।

বাদ জুম্মা শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবে চত্বরে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। বলেন, যুগের পর যুগ ফিলিস্তিনি মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন হলেও জাতিসংঘ এবং ওআইসি দর্শকের ভূমিকা পালন করছেন। তাদের নিয়ে কোন মাথাব্যাথা নেই। শুধু কথায় কথায় মানবতার বুলি আওড়ালেও তারা ফিলিস্তিনি জনগণের উপর অত্যাচারের কথা স্বীকার করতে লজ্জাবোধ করেন। ইসরাইলের সসব পণ্য বর্জনের পাশাপাশিঅবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান বক্তারা।

যুব উলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শামসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য দেন- ফিলিস্তিনি নাগরিক আল হানিফ, ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতিমাওলানা মনসুর আহমেদ, ইমাম কল্যাণের নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, যুব উলামা কল্যাণ পরিষদের সহসভাপতিমুফতি আসাদুজ্জামান, সহসভাপতি মুফতি তানভীর আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, সহসাধারণ সম্পাদকমাওলানা ইয়াকুব, সাংগঠনিক সম্পাদকমুফতি মুস্তাফিজুর রহমান প্রমূখ।

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর