পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৩

পঞ্চগড়ে ইয়াসমিন আক্তার মোহনা (১৩) নামের এক অষ্টম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সকালে আটোয়ারী উপজেলার গোবিন্দপুর এলাকায় নিজেদের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহানা ওই এলাকার মকবুল হোসেনের মেয়ে। স্থানীয় পুলিশ সূত্রে জনা যায়,গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হয়ে যায় ইয়াসমিন। পরে পরিবারের লোকজন অনেক খুঁজোখুঁজি করেও তার সন্ধান পায়নি। এ ঘটনায় মোহনার বাবা আটোয়ারী থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে শনিবার সকালে মেয়েটির লাশ তাদের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আটোয়ারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোয়েল রানা জানান, সুরতহালে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে চামড়া ছড়া ছড়া হয়েছে। সে সাঁতারও জানতো না বলে জানা যায়।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর