ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকালে শহরের নিউ মার্কেট মোড়ে জেলা হাফেজ পরিষদ নিউ মার্কেট ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে জেলা হাফেজ পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলির সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন- জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আবুল হোসেন, নিউ মার্কেট ব্যবসায়ী এস এম মোতালেব হোসেন, হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম, মুফতি হাফিজুর রহমান, হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা জাকির হোসেন জাফরি, মাওলানা মনোয়ার হোসেন ফিরোজ, মাওলানা তাওহিদুর রহমান, হাফেজ রোকনুজ্জামান বিপ্লবী প্রমুখ। মানববন্ধন শেষে ফিলিস্তিনসহ বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় দোয়া হয়।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর