মানুষকে বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৩

২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে একটি স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে। শুধু ২৮ অক্টোবর ঘিরেই নয়, অন্যান্য বিষয়েও ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা হচ্ছে। তবে গুজবকে উড়িয়ে দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রাজধানী ঢাকায় মেট্রোরেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে উত্তরা উত্তর মেট্রো স্টেশনে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

গুজব প্রসঙ্গে ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশের আশা ঢাকাসহ সারাদেশের মানুষ গুজবের বিরুদ্ধে সচেষ্ট থাকবে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া।

ডিএমপি প্রধান বলেন, বিএনপির মহাসমাবেশের আড়ালে কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে, ঢাকার সোয়া দুই কোটি মানুষের জানমালের নিরাপত্তার শঙ্কা তৈরি করলে ডিএমপির পক্ষ থেকে সেটা কঠোর হাতে দমন করা হবে। তিনি জানান, গণতান্ত্রিক এ দেশের সংবিধানে যে কোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর