২০১৩ সালে অগ্নিসন্ত্রাসের ঘটনায় জেলায় জেলায় হওয়া মামলা আর বেশিদিন চালাতে চাচ্ছে না সরকার। বিচারকাজ স্বল্প সময়ের মধ্যে শেষ করে রায় হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ মামলাগুলো দ্রুত সম্পন্ন করার কথা বলেছেন। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হচ্ছে এ মামলার আসামি। মামলা বেশিদিন না চলমান না রাখাসহ রায় শিগগিরই হতে পারে এমন আভাস পাওয়া গেছে বিভিন্ন সূত্রে।
২০১৩ সালে অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতরা ২৯ জন পুলিশকে হত্যা করে। তিন হাজার ২২৫ জন মানুষ পোড়ায়, ৫শ’ মানুষ পুড়িয়ে হত্যা করে।
এদিকে আইনজীবী ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- ২০১৩ সালে অগ্নিসন্ত্রাসের ঘটনায় জেলায় জেলায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, চলমান সেই মামলাগুলো সম্পন্ন করতে হবে। শনিবার (২১ অক্টোবর) রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে এ কথা বলেন।
ন্যায় বিচার নিশ্চিতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন- এরা এত অন্যায় করেছে, এদেরকে যদি সাজা না দেওয়া যায়, ওই অন্যায়কে প্রশ্রয় দিলে এরা বাড়বে। তাদের শাস্তি এত দেরিতে কেন হবে? মামলাগুলোর বিচার কাজ কেন দ্রুত হবে না? সে প্রশ্নও আইনজীবী ও সরকারি কর্মকর্তাদের কাছে রাখেন প্রধানমন্ত্রী। বলেন, মামলাগুলো শুধু চালালেই হবে না, তারা যাতে যথাযথ সাজা পায়, সেই ব্যবস্থাটাও আপনাদের করতে হবে। বিচারহীনতা, এটা যেন না চলে। ন্যায়বিচার যেন মানুষ পায়- যোগ করেন সরকার প্রধান।
বিডি/এন/এমকে