ঘরের মাঠে দাপটের সাথে সিরিজ জয় করে নিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের ৫ উইকেটে হারায় ক্যারিবীয়রা। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ এ জিতে নিয়েছে ক্যারিবিয়রা।
ম্যচিবটি অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভার শেষে সংগ্রহ করে ২৭৪ রান। এ রান তুলতে ৬ উইকেট হারায় লঙ্কানরা।
লক্ষ তাড়া করতে নেমে ভালোভাবেই লক্ষে পৌঁছে যায় শাই হোপরা।
৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ক্যারিবিয়রা। এ রান তুলতে তাদের খোয়াতে হয় ৫ উইকেট।
২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে
ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি পান ড্যারেন ব্রাভো। তার সেঞ্চুরিতে ভর করে জয় পায় উইন্ডিজরা। ম্যাচ সেরারও পুরস্কারও ওঠে তার হাতে। তবে সিরিজ সেরার পুরস্কার পান শাই হোপ।
আর আই