আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশে দলটির সারা দেশের নেতাকর্মীরা অংশ নেবে। এ মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে।
রোববার (২২ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, কোনো নেতাকর্মীকে অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, কোথাও প্রতিবন্ধকতা তৈরি করবেন না। এটা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হবে।
মহাসমাবেশকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, এতে তাদের উদ্দেশ্য বোঝা যায় উল্লেখ করে মির্জা ফখরুল জানান, ২৮ অক্টোবরের মহাসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এ জন্য নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে আমাদের।
বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতায় থাকার জন্য সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে। এমনকি আদালতকেও ব্যবহার করছে।
এ সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছি। দাবি একটাই অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ এখন এ সরকারকে আর দেখতে চায় না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের দাবি আদায় করে নেবে।
বিডি/আরডি/এমকে