নূন্যতম মজুরি ২০ হাজারের প্রস্তাব পোশাক শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৩

তৈরি পোশাক শ্রমিকদের মজুরি ন্যূনতম ২০ হাজার ৩৯৩ টাকার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১০ হাজার ৪০০ টাকা দিতে চান পোশাক কারখানা মালিকরা।

রোববার (২২ অক্টোবর) নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার কাছে এমন প্রস্তাব দিয়েছেন উভয়পক্ষ। বর্তমানে এ খাতে নূন্যতম মজুরি ৮ হাজার টাকা। সে অনুযায়ী মালিক পক্ষ ২ হাজার ৪শ টাকা বাড়াতে সম্মত আছেন।

এদিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের দুপক্ষের প্রস্তাবনায় বেশ ফারাক রয়েছে। ব্যবধান কমিয়ে আনার কথা বলা হয়েছে। সাতদিন সময়ও দেওয়া হয়েছে এ জন্য। মজুরি বোর্ডের পরবর্তী সভা আগামী নভেম্বর হবে। সেখানে মজুরির ব্যবধান কমিয়ে প্রস্তাব দেওয়া হবে।

পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, শ্রমিক ও মালিক পক্ষের প্রস্তাবে সবসময় পার্থক্য থাকে। বৈশিক অর্থনৈতিক অবস্থা শিল্প-উদ্যোক্তাদের বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় মালিকপক্ষ প্রস্তাবনা তৈরি করেছে। ওদিকে শ্রমিকদের জীবনমান মূল্যায়ন বিবেচনায় নিয়ে সম্প্রতি তাদের ন্যূনতম বেতন ১৭ হাজার ৫৬৫ টাকার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর