দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়নের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। তিনি বলেছেন, এ বিষয়ে আমরা বসব। যেটা ভালো হবে, সেটা আমরা করব। গ্যারান্টি দিয়ে বলছি, আমরা এ পর্যন্ত যা করেছি- আমরা সন্তুষ্ট, জনগণও সন্তুষ্ট।
রোববার (২২ অক্টোবর) খুলনায় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। তার আগে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এ নির্বাচন উপলক্ষ্যে খুলনার উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেন তিনি।
’৮৬, ৯০, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে এ নির্বাচন কমিশনার আরও বলেন, শতভাগ সঠিক কিন্তু কখনই ছিল না। আমরা সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করবো।
তিনি বলেন, কিছু ক্ষেত্রে আপনাকে যতই বোঝাই না কেন, আপনি যদি আমাকে রঙিন চশমা দিয়ে দেখেন- তাহলে রঙিনই দেখবেন। আর যদি খালি চোখে দেখেন, তাহলে আমি যা, তাই দেখবেন।
বিডি/এন/এমকে