মন্তব্য
দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে জানুয়ারির প্রথমার্ধে। নির্বাচন কমিশন (ইসি) চায়, এ নির্বাচন দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমও পর্যবেক্ষণ করুক। এ জন্য বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে তারা।
রোববার (২২ অক্টোবর) এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইসি সবসময় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতার নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য সব পর্যবেক্ষণ কার্যক্রম উন্মুক্ত থাকবে। এ ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে ইসির ওয়েবসাইটে।
বিডি/এন/এমকে