নওগাঁর মশরপুর বাইপাস সড়কে চলাচলকারী ব্যাটারীচালিত অটোরিক্সা, বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক রিফ্লেকটিভ স্টিকার লাগিয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব। এসব পরিবহনের চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের মাঝে খাবারের প্যাকেট বিতরন করে ক্লাবের সদস্যরা।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে রোববার (২২ অক্টোবর) বিকালে এ স্টিকার লাগায় সংগঠনটি। তার আগে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে সংগঠনের সদস্যরা।
শহরের দয়ালের মোড় থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মশরপুর বাইপাসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার মাঝপথে বালুডাঙ্গা বাসস্টান্ড এলাকায় সড়কের এক পাশে দাঁড়িয়ে সচেতনতামূলক বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন ইয়ামাহা রাইডার্স ক্লাব নওগাঁর অর্ধ শতাধিক সদস্য।
ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নওগাঁ ইয়ামাহা ও এসিআই মটরসের টেরিটরি অফিসার সাইফুল ইসলাম, সার্ভিস ইঞ্চিনিয়ার মেহেদী হাসান, আরিশ মটরসের স্বত্বাধিকারী মোতাহার হোসেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্য মিজানুর, সাব্বির, রাহাদ, দুর্জয়, মাহিন ও লিখন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডি/সি/এমকে