চাটমোহরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগ নেতারা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৩

পাবনার চাটমোহরে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। ২২ অক্টোবর (রোববার) মহাঅষ্টমীর দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে পূজামন্ডপগুলো পরিদর্শন করেন তাঁরা।

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপ সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। পূর্জার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। দেবীর উপস্থিত আরাধনাকারীসহ দর্শনার্থীদের পূজার শুভেচ্ছা জানান বলে জানা গেছে।


চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম ফেসবুকে তার আইডিতে পূজামণ্ডপ পরিদর্শন নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন। সচিত্র পোস্টে জানানো হয়েছে- চাটমোহর পৌরসভার বিভিন্ন মন্দির (পূজামণ্ডপ), পার্শ্বডাঙ্গা, গুনাইগাছা, ফৈলজানা, মূলগ্রাম, হরিপুর ইউনিয়নের বিভিন্ন মন্দির (পূজামণ্ডপ) পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়।

ছবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. হামিদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, বিলচলন ইউনিয়ন পরিষদর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া প্রমূখকে দেখা গেছে।

এবার এ উপজেলায় ৫৩ পুজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। ২০ অক্টোবর শুরু হয়েছে এ পূজা।

  

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর