চালু হচ্ছে ডিজিটাল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৩

দেশ ডিজিটাল হয়েছে অনেকদিন আগে, এখন স্মার্ট বাংলাদেশের পথে হাটছে। এ পথে প্রথমবারের মতো চালু হচ্ছে ডিজিটাল ব্যাংক। নগদ টাকার ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি লেনদেনকে সহজ করতে ব্যাংক চালু হতে যাচ্ছে। প্রথমে দু’টি দিয়ে যাত্রা শুরু হচ্ছে। তবে পূর্নাঙ্গ এ দুটিসহ নীতিগত অনুমোদন পেয়েছে ৮টি ডিজিটাল ব্যাংক।

জানা গেছে, এ ব্যাংকের কার্যক্রম চলবে অ্যাপ-নির্ভর, মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রে। নিজস্ব কোনো শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম-সিআরএম থাকবে না। ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য প্রধান একটি কার্যালয় থাকলেও সেবা প্রদানের ক্ষেত্র হবে স্থাপনাবিহীন।

পূর্ণাঙ্গ অনুমোদন পাওয়া ডিজিটাল ব্যাংক দুটি হলো- নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি। আর নীতিগত অনুমোদন পাওয়া ছয়টি ডিজিটাল ব্যাংক হচ্ছে- ডিজিটেন, বিকাশ ডিজিটাল ব্যাংক, ডিজিট-অল, স্মার্ট ডিজিটাল ব্যাংক, নর্থইস্ট ডিজিটাল ব্যাংক এবং জাপান বাংলা ডিজিটাল ব্যাংক।

রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। নগদ টাকার ব্যবহার কমানোর অংশ হিসেবে এ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, ডিজিটাল ব্যাংক চালু করতে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়ে দেশি-বিদেশি ৫২টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে। এ তালিকায় সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, বেসরকারি মোবাইল ফোন অপারেটর, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী উদ্যোগ, এমনকি ওষুধ কোম্পানি ঢেউশিট উৎপাদনকারী কোম্পানি আছে।

প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে মূলধন ন্যূনতম ৫০০ কোটি টাকার দরকার হলেও ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে সেটা প্রয়োজন চার ভাগের একভাগ। ডিজিটাল ব্যাংকের জন্য ন্যূনতম মূলধন ১২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর