মন্তব্য
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় জুভেন্টাস। এরপরই সিআর সেভেন খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। তবে সে সমালোচার মুখে যেন ঝামা ঘষে দিলেন তিনি।
ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ক্যালিয়ারিকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এর মাধ্যমে জবাব দিলেন সব সমালোচনার।
ম্যাচের ১০ মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ২৫ মিনিটে পেনাল্টি গোল থেকে দলের লিড দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো। আর ৩২ মিনিটে দলের ও নিজের তৃতীয় গোল করেন রোনালদো।
ম্যাচের ৬১ মিনিটে জিওবান্নি পাবলো ক্যালিয়ারির হয়ে গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর দল। এই জয়ে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান জুভেদের।
আরআই