খালেদা জিয়াসহ সাজাপ্রাপ্ত কেউই সংসদ নির্বাচন করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৩

দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মো. সেলিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। শুধু তারাই নন, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন না।

সোমবার (২৩ অক্টোবর) রাজধানী ঢাকায় সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী আইনজীবী খুরশিদ আলম খান।

আমানউল্লাহ আমানসহ বিএনপির পাঁচ নেতার দুর্নীতির পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ড সাজা স্থগিতের আবেদন খারিজ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।

এ প্রসঙ্গে খুরশীদ আলম খান জানান, হাইকোর্ট প্রকাশিত রায়ে বলা হয়েছে- সাজা কখনও স্থগিত হয় না। উপযুক্ত আদালতে সাজা বাতিল না হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। রায়ের আলোকে খালেদা জিয়া, হাজি সেলিমসহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে হাইকোর্টের রায় আপিল বিভাগ সংশোধন বা বাতিল করলে সেটা ভিন্নকথা।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর