গভীর নিম্নচাপ রূপ নিতে পারে সাইক্লোনে

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৩

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি  সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর সাইক্লোনে রূপ নিতে পারে। সাইক্লোনে রূপ নিলেও শক্তিশালী থাকবে না। গতিবেগ ৬২ কিলোমিটার থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে থাকবে।  এমনটাই মনে করছেন আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত  গভীর নিম্নচাপটি এখন সামান্য উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার রয়েছে। এটা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাইক্লোনে রূপ নিলে এর নাম হবে হামুন।

আবহাওয়া অধিফতর নিম্নচাপটির ওপর চোখ রাখছে। এর গতিবিধি পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ অভিমুখে থাকলেও কোনো উপকূল দিয়ে যাবে এখনো বোঝা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছেবরিশাল চট্টগ্রাম উপকূলের মাঝ বরাবর অতিক্রম করার সম্ভবনা আছে। সাইক্লোনে রূপ নিলে সতর্কসংকেত বাড়ানো হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা।

এদিকে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী সাগর উত্তাল রয়েছে। দেশের চার সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা পায়রায় নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানের জেলেদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা  হয়েছে তাদের।



বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর