মন্তব্য
ভৈরবে যাত্রীবাহী ও মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রেন সরানোর আগ পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে না। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়েও স্পষ্ট কিছু বলা হয়নি রেলবিভাগের পক্ষ থেকে।
দুর্ঘটনার পর এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ের স্টেশন মাস্টার আফছার উদ্দিন। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সবশেষ পাওয়া খবরে জানা গেছে, ২৩ যাত্রী নিহত হয়েছেন। এখনো উদ্ধার কাজ চলছে। এদিকে ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এদিনের যাত্রীরা পড়েছেন বিপাকে।
বিডি/এন/এমকে