দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। এ নির্বাচন নিয়ে শুধু বিনিয়োগকারীরাই নয়, সাধারণ মানুষের মধ্যেও অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে। জনগণ চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদে এসব কথা জানালেন গণফোরামের দলীয় সংসদ সদস্য মোকাব্বির খান। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২৩ উপর জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নিয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন মোকাব্বির খান।
সংসদ সদস্য মোকাব্বির খান জানান, আমরা নিজেদের স্বার্থে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। অতীতকে দোষারোপ করে কোনও লাভ নেই। আমার করণীয় আমি করার চেষ্টা করি।
মোকাব্বির খান মনে করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হতে পারে। এতে অর্থনীতির চাকা সচল হবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।
বিডি/এমকে/এমকে