আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৩

আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এ মহাসমাবেশ ঘিরে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ নির্দেশ দেওয়ার বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সোমবার (২৩ অক্টোবর) রাজধানী ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব জানান,এ সমাবশে গিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয় প্রশাসনকে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর