কমেছে এডিপি বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৩

গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিনমাসে দেশে এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়ন হার কমেছে। গেল সেপ্টেম্বর মাসে দশমিক ৫০ শতাংশ বাস্তবায়ন হয়েছে, এর আগের বছরের সেপ্টেম্বরে বাস্তবায়ন হয়েছিল দশমিক ৫৫ শতাংশ। সোমবার (২৩ অক্টোবর) প্রকাশিত সরকারের বাস্তবায়ন,পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুাযী, চলতি অর্থবছরে এডিপি বরাদ্দ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। এর মধ্যে প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মন্ত্রণালয় বিভাগগুলো ব্যয় করেছে ২০ হাজার ৬১০ কোটি টাকা। এর আগের অর্থবছরে এ সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৮৯৬ কোটি টাকা।

চলতি অর্থবছরে ব্যয়ের ২০ হাজার ৬১০ কোটি টাকার মধ্যে সরকারি তহবিলের ১২ হাজার ৫৩৭ কোটি টাকা, বৈদেশিক সহায়তা থেকে সাড়ে হাজার কোটি টাকা এবং স্বায়স্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের ৫৭২ কোটি টাকা রয়েছে।

চলতি বছরে এ তিন মাসে এডিপি বাস্তবায়নে এগিয়ে আছে- জাতীয় সংসদ সচিবালয়, আইএমইডি, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং লেজিস লেটিভ সংসদ বিষয়ক বিভাগ। এসব মন্ত্রণালয় বিভাগে ২০ শতাংশের উপরে বাস্তবায়িত হয়েছে এডিপি।

পক্ষান্তরে পিছিয়ে আছে- স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ,পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এদের অগ্রগতি এক শতাংশের নিচে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর