তিন ম্যাচ হারের পরও সেমিতে ওঠার আশা ছাড়েননি সাকিব

রবি
২৪ অক্টোবর ২০২৩

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর আর জয়ের দেখা পায়নি টাইগাররা। টানা তিন ম্যাচে হেরেছে। তবে পয়েন্ট টেবিলের তলানিতে ঠেকেনি টাইগারদের অবস্থান। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে সাকিবের দল। এ জন্য সেমিতে ওঠার আশা ছাড়তে নারাজ সাকিব। সেমিতে ওঠার আশা ছাড়েননি তিনি।

 

সেমিতে উঠতে গেলে বাকী ম্যাচগুলোতে জয় ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই। সামনে প্রতিপক্ষ হিসেবে আছে—দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

 

সাকিব বলেছেন, ‘অবশ্যই আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জিতেছে। ওরা অনেক ভালো অবস্থায় আছে। এর মানে এটাই না যে সব শেষ। ৫ ম্যাচ বাকি আছে। যদি এখানে জিততে পারি তাহলে ভালো মোমেন্টাম আসবে। যদিও আমরা খুব বেশি ম্যাচ জিতিনি। কিন্তু পয়েন্ট টেবিল দেখলে মনে হবে না আমরা খুব বেশি বাজে অবস্থায় আছি সত্যি কথা (হাসি)। অন্যান্য দল আমাদের সাহায্য করছে। এখন আমাদের দায়িত্ব আমাদের নিজেদের সাহায্য করা।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর