মন্তব্য
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে সমিজ উদ্দীন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার দশমাইল মুহুরীজোত এলাকায় ঘটে।
সমিজ উদ্দীন একই এলাকার জসির উদ্দীনের ছেলে। সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, সোমবার বিকালে বাড়ির পাশে ধান ক্ষেত দেখতে যান সমিজ উদ্দিন। তার পাশেই সড়ক বিভাগের নির্মানাধীন ওজন স্টেশন। এর সীমানা প্রাচীরের পাশে আইলে পড়া থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে