নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সম্পাদকদের কাছে ‘ধারণাপত্র’ পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এনিয়ে নিয়ে ইসিতে কিছুটা হলেও মতানৈক্য দেখা দিয়েছে। এ ধারণাপত্রের বিপক্ষে মতামত জানিয়েছেন ইসির একাধিক কমিশনার।
মঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান সাংবাদিকদের জানান, আমাদের মধ্যে সমন্বয়হীনতা নেই। অবশ্যই নির্বাচনের পরিবেশ, ভোটের পরিবেশ আছে দেশে। রাজধানীতে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
অন্য কমিশনাররা বলছেন, সিইসির ধারণাপত্রের মূল্যায়ন তাঁর একান্তই ব্যক্তিগত। এ মূল্যায়নের সঙ্গে অন্য কমিশনাররা একমতও না। এর সঙ্গে কমিশনের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে অন্য নির্বাচন কমিশনাররা কিছুই জানেন না। অবশ্য এ বিষয়ে সিইসি গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ধারণাপত্রে সিইসি উল্লেখ করেছেন, নির্বাচনের পরিবেশ নেই? এদিকে আরেক কমিশনার আনিছুর রহমান বলেছেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে। এ প্রসঙ্গে ইসি আহসান হাবিব বলেন, আপনারা সঠিকভাবে ধারণাপত্রটি পড়েন। তাহলেই বুঝতে পারবেন। ধারণাপত্রে বলা হয়েছে, অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল। সেটা এখনও হয়ে উঠেনি। সব সময় কি ভোটের অনুকূল পরিবেশ থাকে?
এ কমিশনার আরও বলেন, আপনারা (সংবাদকর্মী) কিন্তু একজন কমিশনারকে আরেকজন কমিশনারের মুখোমুখি করিয়ে দিচ্ছেন। অবশ্যই তারা যুক্তিসঙ্গতভাবে বলেছেন। আমি মনে করি, প্রত্যাশিত যে পরিবেশ তা এখনো সৃষ্টি হয়নি। এটা কিন্তু এখন না, প্রত্যেক ইলেকশনের সামনে এমন ঘটনা ঘটে। কেউ বলার মতো সাহস রাখেনি। সবার এমন সাহস থাকে না।
বিডি/এন/এমকে