ঘূর্ণিঝড় `হামুন' রাতেই আঘাত হানবে উপকূলে

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৩

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়হামুন ইতোমধ্যে নম্বর বিপদসংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টার মধ্যে বরিশাল চট্টগ্রাম মধ্যবর্তী স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়হামুন। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের ১৫ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার। ইতোমধ্যে এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে এ নিয়ে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে বরগুনা, ভোলা, সন্দ্বীপ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ ১০টি জেলাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়েছে। উপকূলের ১২টি জেলাজুড়ে আশ্রয়কেন্দ্রে গবাদিপশু শিশুখাদ্যের জন্য দুই কোটি টাকা বরাদ্দ নগদ দেওয়া হয়েছে বৈঠকে।

জানা গেছে, ঘূর্ণিঝড়টি ১৮ থেকে ২০ কিলোমিটার গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিমির মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার রয়েছে। এটা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিমি পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর