অস্ত্র কেনায় শীর্ষে সৌদি-ভারত

১৬ মার্চ ২০২১

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে,  গত পাঁচ বছরে সমরাস্ত্রের গন্তব্যেও বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিশেষ করে, মধ্যপ্রাচ্যে অস্ত্রের ঝনঝনানি বেড়েছে। অঞ্চলটিতে এই সময়ে অন্তত ২৫ শতাংশ অস্ত্র আমদানি বেড়েছে।

শুধু মধ্যপ্রাচ্যেরই নয়, গোটা বিশ্বের মধ্যে গত পাঁচ বছরে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব। এই সময়ে বিশ্বের ১১ শতাংশ অস্ত্র আমদানি করেছে তারা, এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই কিনেছে ৭৯ শতাংশ।

বিপরীতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্রক্রেতা ভারতের অস্ত্র আমদানি কমেছে ৩৩ শতাংশ। এর পেছনে রুশ অস্ত্রের ওপর নির্ভরশীলতা কমানোর প্রচেষ্টার পাশাপাশি দেশটির জটিল ক্রয় প্রক্রিয়াকে দায়ী করেছেন গবেষকরা।

এএফপি


মন্তব্য
জেলার খবর