সমাবেশ ঘিরে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসাবে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৩

নাশকতার জন্য কেউ যেন আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে সমাবেশে প্রবেশ করতে না পারে, সেজন্য ঢাকা শহরের প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রবেশমুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানেও চেকপোস্ট বসাবে তারা।

বুধবার (২৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। রাজধানী ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।

 

র‌্যাবের মুখপাত্র বলেন, বেশ কয়েকটি দল ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশের অনুমতি চেয়েছে। র‌্যাবের মূল ম্যান্ডেট জনগণের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের রক্ষা করা। তাই জনগণের জানমালের নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দিতে  দায়িত্ব পালন করে যাবে র‌্যাব। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ মহাসড়কগুলোতে পেট্রোলিং জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

কমান্ডার মঈন বলেন, যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাব সদা প্রস্তুত। অনুমতি দেওয়া না হলে জামায়াত যদি সমাবেশ করার চেষ্টা বা নাশকতার চেষ্টা করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর