২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সমাবেশ করতে এখনো রাজনৈতিক কোনো দলকেই অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিএনপি সমাবেশের যে অনুমিত চেয়েছে, কীভাবে চেয়েছে সেটা পুলিশ কমিশনার জানেন। তাদের কোথায় সমাবেশটা করতে দেবেন, সেটা তিনি বুঝবেন; সিদ্ধান্ত নেবেন তিনি।
বুধবার (২৫ অক্টোবর) বিজয় দিবস উদযাপন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমাবেশ ঘিরে ঢাকার কোনো পথ বন্ধ করা হবে না। কেননা মানুষ ঢাকায় আসবে ব্যবসায়ীক কাজে, চাকরির কাজে। ঢাকার বাইরে থেকেও অনেকে এসে ঢাকায় অফিস করেন।
বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি জানান, তারা যদি শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট স্থানে অবস্থান করে চলে যায়, সরকার বাধা দেবে না। কনস্টিটিউশন রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সেই কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের বাইরে তারা (বিএনপি) কিছু করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অর্পিত দায়িত্ব পালন করবে। নিবন্ধিত দল না হওয়ায় জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী আসাদুজ্জামান কামাল।
বিডি/এন/এমকে