নওগাঁর রাণীনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতারা, সুশীল সমাজসহ নানা পেশার মানুষের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (২৫ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, থানার পরিদরর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল বারেক মোল্লা, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, রাণীনগর মহিলা কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার মোহন্ত, পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) চাঁদ আক্তার বানু, কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁদ প্রমুখ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাফিজুর রহমান।
বিডি/সি/এমকে