নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ২৮ তারিখে সারা দেশ থেকে লোক (নেতাকর্মী) আসবে রাজধানী ঢাকায়। এ আন্দোলন কেবল ঢাকায় নয়, ছড়িয়ে পড়বে সারা দেশে। সরকার সব শক্তি নিয়ে চেষ্টা করলেও ২৮ তারিখের সমাবেশ ঠেকাতে পারবে না।
বুধবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরামের এক আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২৮ তারিখে সমাবেশ ডাকায় আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। তারা বলছে, অবরোধ আর ঘেরাও করতে দেবে না। আমরা কী বলেছি, ওইদিন অবরোধ করবো? মির্জা ফখরুল ইসলাম আলমীগর বলেছেন, ২৮ তারিখ অবরোধ দেবো না, কোথাও বসেও পড়বো না আমরা।
নাগরিক ঐক্যের সভাপতি জানান, গত মাসের ২৮ তারিখে একবার আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ওই সমাবেশে ১০-১৫ লাখ মানুষের সমাগম হয়। এবার আমরা বলছি, এর থেকে বড় সমাবেশ হবে, এটা দেখে দুনিয়ায় তাক লেগে যাবে– এতগুলো মানুষ সরকারকে চায় না। জনগণের মধ্যে এখন আর ভয় নেই বলেও মনে করেন তিনি। তিনি বলেন, মানুষ এ সরকারকে চায় না। দেশে প্রতিটি জিনিসপত্রের দাম বেশি, আইনশৃঙ্খলা বলে কিছু নেই। অন্যায়, অত্যাচার, লুটপাট- এগুলো করছে ক্ষমতাসীন দল। মানুষের ওপর যে অন্যায় করেছে, মানুষ এর প্রতিবাদ-প্রতিরোধ করলে তারা দাঁড়াবে কোথায়?
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।
বিডি/আরডি/এমকে