রাস্তা সংষ্কারের দাবিতে এবং অটোরিকশা আটকের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা ঘেরাও করেন মালিক ও চালকরা। তার আগে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেন তারা।
বুধবার (২৫ অক্টোবর) বিকালে পৌরসভা কার্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেন তারা। মানবন্ধন চলাকালে উপজেলা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি হাজী আসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- অটোচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চালক জাবেদ আলম, ফরহাদ হোসেন ও আরমান আলী প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দপুর শহরের ৮০ ভাগ সড়কেরই অবস্থা জরাজীর্ণ। এর মধ্যে তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক একেবারেই চলাচল অযোগ্য। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। দীর্ঘ ৫ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন সৈয়দপুরবাসী। অথচ এ দুর্ভোগ লাঘবে মাথাব্যাথা নেই পৌরসভা কর্তৃপক্ষের।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে