সৈয়দপুরে পৌরসভা ঘেরাও করলেন অটোরিকশা চালক-মালিকরা

নীলফামারী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৩

রাস্তা সংষ্কারের দাবিতে এবং অটোরিকশা আটকের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা ঘেরাও করেন মালিক চালকরা। তার আগে বিক্ষোভ প্রদর্শন মানববন্ধন করেন তারা।

বুধবার (২৫ অক্টোবর) বিকালে পৌরসভা কার্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেন তারা। মানবন্ধন চলাকালে উপজেলা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি হাজী আসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- অটোচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চালক জাবেদ আলম, ফরহাদ হোসেন আরমান আলী প্রমুখ।

বক্তারা বলেন, সৈয়দপুর শহরের ৮০ ভাগ সড়কেরই অবস্থা জরাজীর্ণ। এর মধ্যে তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত কিলোমিটার সড়ক একেবারেই চলাচল অযোগ্য। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। দীর্ঘ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন সৈয়দপুরবাসী। অথচ এ দুর্ভোগ লাঘবে মাথাব্যাথা নেই পৌরসভা কর্তৃপক্ষের।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর