আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সতর্ক পাহারায় থাকবেন। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে; আর ছাড় দেওয়া হবে না।
আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের বিষয়ে নেতাকর্মীদের এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের। বুধবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ প্রসঙ্গে কথা বলেন তিনি। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান।
উপযাচিত সহিংসতায় না জড়ানোর ইঙ্গিত দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের আও বলেন, রাস্তা ছাড়বেন না। আক্রমণ করবো না। এ পর্যন্ত করিনি। কিন্তু এবার সতর্ক পাহারায় থাকবো। আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে। অপশক্তিকে রুখতে হবে একসঙ্গে।
বিডি/আরডি/এমকে