আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৩

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সতর্ক পাহারায় থাকবেন। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে; আর ছাড় দেওয়া হবে না।

আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের বিষয়ে নেতাকর্মীদের এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের। বুধবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ প্রসঙ্গে কথা বলেন তিনি। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান।

উপযাচিত সহিংসতায় না জড়ানোর ইঙ্গিত দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের আও বলেন, রাস্তা ছাড়বেন না। আক্রমণ করবো না। পর্যন্ত করিনি। কিন্তু এবার সতর্ক পাহারায় থাকবো। আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে। অপশক্তিকে রুখতে হবে একসঙ্গে।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর