মন্তব্য
পাবনার আটঘরিয়ায় মাদক সেবনের দায়ে সৈকত হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সৈকত হোসেন উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈকতের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।
বিডি/এএইচ/সি/এমকে