নির্বাচন নিয়ে শঙ্কা নেই !

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৩

দেশে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচনের পরিবেশ বিদ্যমান আছে। সংবিধান অনুযায়ী যথা সময়েই নির্বাচন হবে। আর ভোটার এলে অংশগ্রহণমূলক হবে নির্বাচন।

শঙ্কা না থাকার কথা উল্লেখ করে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। বুধবার (২৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া- (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

এ নির্বাচন কমিশনার বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই- এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয়। রাজনৈতিক বিষয়ে (নির্বাচন কমিশনের) ইসির  কিছুই করার নেই। তারা রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারবে না। তাছাড়া এটা  তাদের ম্যান্ডেটরিও না।

দায়িত্বের বাইরে ইসি কিছুই করতে পারবে না জানিয়ে ইসি মো. আনিছুর রহমান জানান, ইসি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। লেবেল প্লেয়িং ফিল্ড বলতে যেটা বোঝায়, সেটা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর