মন্তব্য
আরব-ইসরাইলি মডেল-অভিনেত্রী মাইসা আবদেল হাদি। হামাসের হামলাকে কেন্দ্র করে একটি ছবি শেয়ার করেন মাইসা। এরপর ইসরাইলি পুলিশ তাকে গ্রেফতার করে।
ইসরাইলি কর্তৃপক্ষের মতে, তার শেয়ার করা ছবিতে সন্ত্রাসবাদকে সমর্থন জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর করা সেই পোস্টটি আপত্তিজনক বলে মনে করা হয় এবং তাই তাকে আটকের পর গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
মাইসা তার শেয়ার করা পোস্টে লেখেন, 'বার্লিন স্টাইলের কথা মনে আছে?’ তিনি এই ঘটনা প্রসঙ্গে ১৯৮৯ সালে যে বার্লিন ওয়াল ভেঙে দেয়া হয় সেই কথা মনে করেন।
মাইসা আবদেল হাদি একাধিক সিনেমা ও টিভি সিরিজে কাজ করেছেন।