স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মার্চেন্ডাইজার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতার প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
চাকরির ধরন ফুলটাইম। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। দেশের যে কোনো জায়গা কাজের মানসিকতা থাকতে হবে।
বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে করতে হবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিজ্ঞপ্তিটি দেখতে এ লিংকে প্রবেশ করুন।
গতকাল বুধবার থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে আর করা যাবে আগামী ০২ নভেম্বর পর্যন্ত।