নীলফামারীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

নীলফামারী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩

নীলফামারী দারোয়ানী টেক্সটাইল মাঠে সপ্তমবারের মতো শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফজরের নামাজের পর মুল বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

আয়োজক কমিটি বলছে, ২০ হাজার মুসল্লি সার্বক্ষণিক অবস্থান করতে পারবেন এখানে। শুক্রবার জুম্মার নামাজে ৫০ হাজার এবং শনিবার সকালে আখেরি মোনাজাতে লক্ষাধিক মুসল্লি অংশ নিতে পারেন বলে আশা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যার পর বয়ান শুরু হলেও বৃহস্পতিবার থেকে শুরু হয় মুল বয়ান। এদিকে ইজতেমা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর