দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যদি তাঁকে দলীয় মনোনয়ন দেন, তাহলে সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করবেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।
দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এ প্রবীণ রাজনীতিকের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। তবে সেটা অবশ্যই দলীয় মনোনয়ন পাওয়া সাপেক্ষে। দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে তিনি তাঁর নির্বাচনী এলাকায় শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করাকে সর্বাগ্রে অগ্রাধিকার দেবেন। কেননা চাকরি দিয়ে বেকার সঙ্কট সমাধান সম্ভব না, এ এলাকায় কর্মসংস্থান গড়ে তোলার মতো সুবিধা রয়েছে বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিষয়টি জানান বর্ষীয়ান রাজনীতিক আব্দুল হামিদ মাস্টার। চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) এলাকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে ক’দিন আগেই এ সাংবাদিক সম্মেলন ডাকেন চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার। লিখিত বক্তব্যে পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ডেল্টা প্ল্যানসহ সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরার পাশাপাশি সরকারের দেওয়া ১৭ ধরণের ভাতার কথা উল্লেখ করেন আব্দুল হামিদ মাস্টার। বলেন, দেশের এমন কোন সেক্টর নেই, যেখানে অভূতপূর্ব উন্নয়ন হয়নি। দেশের এ উন্নয়ন অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলাবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়নে নিজে নিরলসভাবে কাজ করছেন বলে লিখিত বক্তব্যে জানান আব্দুল হামিদ মাস্টার। করোনাকালে ঝুঁকি নিয়ে মানুষের পাশের থাকার কথা উল্লেখ করেন। জানান- চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরসহ আশেপাশের উপজেলার মানুষের ডায়াবেটিকস চিকিৎসা নিশ্চিত করতে চাটমোহর ডায়াবেটিস সমিতি স্থাপন করেছেন। সেখানে স্বল্প খরচে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাচ্ছেন।
সাংবাদিক সম্মেলনে চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ উদ্দিন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহসভাপতি গিয়াস উদ্দিন বক্তব্য দেন।
বিডি/সি/এমকে