আন্তর্জাতিক বাজারে না কমলে দেশে এলপিজির দাম কমবে না

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৩

মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধি আমদানি নির্ভর হওয়ায় দেশের বাজারে এলপিজির মূল্য বৃদ্ধি পেয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য না কমলে দেশের বাজারে এলপিজির মূল্য কমানোর সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরে এ কথা বলেন। এ সংক্রান্ত প্রশ্ন করেন চট্টগ্রাম আসনের সংসদ সদস্য দিদারুল আলম। স্পিকার . শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপন হয়।

এলপি গ্যাস আরও সাশ্রয়ী সহজলভ্য করতে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী এলাকায় বৃহদাকার এলপিজি টার্মিনাল এবং চট্টগ্রামের লতিফপুর মৌজায় বটলিং প্লান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের, জানান মন্ত্রী  নসরুল হামিদ।

 মন্ত্রী সংসদকে আরও জানান, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬টি গ্যাসকূপের সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে জকিগঞ্জ ইলিশাকে দেশের ২৮ ও ২৯ তম গ্যাসক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর