মন্তব্য
বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিএনপি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এ জন্য সতর্কতা প্রয়োজন। যে কোনো উপায়ে সহিংসতা প্রতিহত করতে হবে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে অশুভ খেলার পরিকল্পনা করছে বিএনপি। নির্বাচন হেরে যাওয়ার ভয়ে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কোনো অপশক্তির হাতে আওয়ামী লীগ ক্ষমতা তুলে দেবে না।
বিডি/আরডি/এমকে