জেরুজালেমে কসোভোর দূতাবাস চালু

১৬ মার্চ ২০২১

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর এবার জেরুজালেমে দূতাবাস চালু করল দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভো। দেশটি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে তারা জেরুজালেমে দূতাবাস চালু করেছে। এই প্রথম বিতর্কিত ওই শহরে ইউরোপের কোনো দেশ তাদের দূতাবাস চালু করল। 

কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরই দূতাবাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়।  আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের জেরুজালেম শহরে কসোভোর দূতাবাস চালু করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র এবং গুয়াতেমালা জেরুজালেমে তাদের দূতাবাস চালু করেছে। 


মন্তব্য
জেলার খবর