বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৩

বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে ৬০টির বেশি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। সমাবেশে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, সমাবেশস্থলে সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোনও থাকবে। আর সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবেন গোয়েন্দারা। কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা হলে সেটা দমন করবে পুলিশ। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে বলে জানান তিনি।

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেম ডেকেছে  বিএনপি। ২৮ অক্টোবরের এ মহাসমাবেশ  ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন দলটির নেতাকর্মীরা।

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর