মহাসমাবেশ ঘিরে উদ্বেগ আর উৎকণ্ঠা

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৩

রাজধানী ঢাকায় ২৮ অক্টোবর (শনিবার) মহাসমাবেশ করছে বিএনপি। একই দিন শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই দলের এ কর্মসূচি নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে দেশ জুড়ে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন-ক্ষণ গণনা শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এ সময় সরকার বিরোধীদের এ আন্দোলন বিশেষ গুরুত্ব বহন করে। সরকারকে বেকায়দা ফেলতে এ মহাসমাবেশ ফলপ্রসূ করা জরুরি হয়ে পড়েছে তাদের। বিএনপি এ সমাবেশ কতটা ফলপ্রসূ করতে পারবে, কী অবস্থান থাকবে আওয়ামী লীগের, নির্বাচন ঘিরে অতীতের মতো সহিংসতা ছড়িয়ে পড়বে কিনা, বিশেষ করে বিএনপির লোকজন ঢাকায় এসে সমাবেশ শেষে বসে পড়বেন কিনা - এসব বিষয় উদ্বেগ আর উৎকণ্ঠার কারণ।

এদিকে মহাসমাবেশ ঘিরে জানমালের নিরাত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপির মহাসমাবেশ স্থল দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা অর্ধশতাধিক সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সমাবেশের আগের দিন থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি চালানো শুরু হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, সমাবেশস্থলে সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোনও থাকবে। আর সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবেন গোয়েন্দারা। কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা হলে সেটা দমন করবে পুলিশ। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে বলে জানান তিনি।

ওদিকে সমাবেশ শেষে যদি নেতাকর্মীরা ঢাকার রাস্তায় অবস্থান নেন, অবরোধ করার চেষ্টা করেন; সেক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলা ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

 

বিডি/আরডি/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর